শিক্ষকসহ ২৪ জনকে নিয়োগ দেবে বুটেক্স

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫ ১২:৩১:৪৫

 শিক্ষকসহ ২৪ জনকে নিয়োগ দেবে বুটেক্স

প্রজন্ম ডেস্ক : বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১৩ ক্যাটাগরির পদে চতুর্থ থেকে ১৫তম গ্রেডে শিক্ষকসহ ২৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে পাঠাতে হবে।

  ১. পদের নাম: সহযোগী অধ্যাপক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)


পদসংখ্যা: ৩ (টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ১টি, ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি)।

বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা (গ্রেড–৪)

 

 

২. পদের নাম: সহকারী অধ্যাপক (কেমিক্যাল ও ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং) 

পদসংখ্যা: ২ (টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ১টি ও ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি)।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

৩. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ১৫ (ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ২টি, ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি)।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: সিকিউরিটি ইনস্পেক্টর

পদসংখ্যা: ১ (সাধারণ প্রশাসন শাখা, রেজিস্ট্রার দপ্তর)

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

 

৫. পদের নাম: ড্রাইভার (হেভী)

পদসংখ্যা: ৩ (যানবাহন শাখা, রেজিস্ট্রার দপ্তর)

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

আবেদন যেভাবে

 

 

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের ফরমেট সংগ্রহ করতে হবে। এই জীবনবৃত্তান্ত পূরণ করে পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা (শিক্ষক পদের ক্ষেত্রে সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টসহ) ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ সহযোগী অধ্যাপক পদের জন্য ৭ সেট, সহকারী অধ্যাপক, প্রভাষক ও সিকিউরিটি ইনস্পেক্টর পদের জন্য ৫ সেট এবং ড্রাইভার (হেভী) পদের জন্য ২ সেট আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্রে ও খামের ওপর সুস্পষ্টভাবে পদের নামসহ বিষয় উল্লেখ করতে হবে। পদসংশ্লিষ্ট যোগ্যতা ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
অনলাইনে বুটেক্সের ওয়েবসাইটের এই লিংকে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, সোনালী ই-ওয়ালেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমেক্স কার্ড, নেক্সাস কার্ড (ডিবিবিএল), বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ট্যাপ–এর মাধ্যমে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা পরিশোধ করে (চার্জ প্রযোজ্য) জমা রশিদের বুটেক্স কপি মূল আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮।

আবেদনের সময় সীমা: ৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০২৫।
 


প্রজন্ম নিউজ 24/ জে আর
 

এ সম্পর্কিত খবর

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

১৬ই ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন নিহত

আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ

পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি চার পিস্তল উদ্ধার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ